ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

সুনামগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২০, ডিসেম্বর ১৬, ২০১৬
সুনামগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সুনামগঞ্জ: নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

পরে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, কুচকাওয়াজ, সালাম গ্রহণ ও শরীর চর্চা প্রদর্শনী হয়।

জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১টার দিকে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

বিজয় দিবস উপলক্ষে শরীর চর্চা প্রদর্শন করে সুনামগঞ্জ সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, জেলা একমাত্র ইংরেজি মাধ্যমের স্কুল বিয়াম ল্যাবরেটরি ও সুনামগঞ্জ প্রতিবন্ধী স্কুল।

এ ছাড়াও এতে পুলিশ-আনসার বাহিনীসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।

বাংলাদেশ সময় ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।