ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২০, ডিসেম্বর ১৬, ২০১৬
বরিশালে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।

বরিশাল: বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।

 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মধ্যরাত থেকে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত স্মৃতিসৌধ ও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পাশাপাশি সকালে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টার দিকে বিজয় দিবস উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজন করা হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে। এর উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস।

শুরুতে জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় দিবসের কুচকাওয়াজের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-বরিশালের জেলা ড. গাজী মো. সাইফুজ্জামান, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, বরিশাল জেলা পুলিশ সুপার এসএম আকতারুজ্জামানসহ প্রমুখ।

কুচকাওয়াজে বরিশাল মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, আর্মড ব্যাটালিয়ন, বরিশাল জিলাস্কুল, সরকারি বালিকা (সদর গার্লস) বিদ্যালয়, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

অপরদিকে, বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ও ষষ্ঠবারের মতো মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন আনসার ক্যাম্পে এ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. গাউস।

এছাড়াও বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন দিনব্যাপী নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করবে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এমএস/এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।