ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

বদরগঞ্জে ইউআইটিআরসি’র সমাপনী অনুষ্ঠান

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, ডিসেম্বর ১৫, ২০১৬
বদরগঞ্জে ইউআইটিআরসি’র সমাপনী অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুরের বদরগঞ্জে আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (ইউআইটিআরসি) সপ্তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রংপুর: রংপুরের বদরগঞ্জে আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (ইউআইটিআরসি) সপ্তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে ইউআইটিআরসি ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম আহসানুল হক চৌধুরী ডিউক।



এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজি আবেদা গুলশান ও পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শহিদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বদরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মারুফুজ্জামান মারুফ, আ. রাজ্জাক রাজু, ফারুক সর্দার মধু, সাংবাদিক ফয়সাল সরকার পলাশসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

পরে সপ্তম ব্যাচের ১৪ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।