ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৬, ডিসেম্বর ১৩, ২০১৬
বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার 

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় (২০) এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

কেরানীগঞ্জ, ঢাকা: বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় (২০) এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জের কামরাঙ্গীরচর মাঠ সংলগ্ন ঘাটের সামনে মাঝ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা বাংলানিউজকে জানান, সকালে স্থানীয় লোকজন নদীতে একটি বস্তা ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে বস্তা উদ্ধার করে তাতে ওই যুবকের মরদেহ দেখতে পায়।  

তিনি আরো জানান, কালো প্যান্ট ও কালো হাফ হাতা টি-শার্ট পরা ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওই যুবক শারীরিক প্রতিবন্ধী। তার একটি হাত নেই বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।