ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে বাসচাপায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২০, ডিসেম্বর ৯, ২০১৬
মানিকগঞ্জে বাসচাপায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার জাগির এলাকায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার জাগির এলাকায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল বাংলানিউজকে জানান, সকালে মহাসড়কের পাশ দিয়ে সাইকেল চালিয়ে মানিকগঞ্জে যাচ্ছিলেন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। পথে জাগির এলাকায় পৌঁছালে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
বিএসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।