ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

পাথরঘাটায় ২শ’ কেজি জাটকা জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২২, ডিসেম্বর ৯, ২০১৬
পাথরঘাটায় ২শ’ কেজি জাটকা জব্দ

বরগুনার পাথরঘাটা থেকে ২শ’ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা থেকে ২শ’ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৬টায় পাথরঘাটার নতুন বাজার খেয়াঘাট থেকে জাটক‍াগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার সাব লে. মো. হাসানুর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাথরঘাটা নতুন বাজার খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২শ’ কেজি জাটকা জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।

জব্দ করা জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে, জানান হাসানুর রহমান।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
বিএসকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।