ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

দুর্নীতিবিরোধী দিবসে গোপালগঞ্জে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৩, ডিসেম্বর ৯, ২০১৬
দুর্নীতিবিরোধী দিবসে গোপালগঞ্জে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গোপালগঞ্জে ৠালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গোপালগঞ্জে ৠালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ৠালি বের করা হয়।

ৠালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কের সামনে গিয়ে শেষ হয়।

এরপর বঙ্গবন্ধু সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভাপতি এনামুল কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
বিএসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।