ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

বরগুনায় বেগম রোকেয়া দিবস উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১২, ডিসেম্বর ৯, ২০১৬
বরগুনায় বেগম রোকেয়া দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নানা কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন করেছে বরগুনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর।

বরগুনা: নানা কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন করেছে বরগুনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি ৠালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মাধবী দেবনাথ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, জাগো নারী’র নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি, মহিলা সংস্থার চেয়ারম্যান চম্পা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
বিএসকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।