ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, ডিসেম্বর ৮, ২০১৬
রূপগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল মান্নান নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল মান্নান নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল মান্নান বানিয়াদী এলাকার মৃত আকবর আলীর ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, গত ২০১৩ সালে আব্দুল মান্নানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জ অর্থঋণ আদালতে মামলা করা হয়।

পরে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে আব্দুল মান্নানের অনুপস্থিতিতে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন।

বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বানিয়াদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এএসআই।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।