ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

কম্পিউটার যন্ত্রাংশের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, ডিসেম্বর ৮, ২০১৬
কম্পিউটার যন্ত্রাংশের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কম্পিউটার সামগ্রী ও যন্ত্রাংশের পর ভ্যাট প্রত্যাহারের দাবিতে খুলনায় মানববন্ধন করা হয়েছে।

খুলনা: কম্পিউটার সামগ্রী ও যন্ত্রাংশের পর ভ্যাট প্রত্যাহারের দাবিতে খুলনায় মানববন্ধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) খুলনা শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শাহিদুল হক সোহেল।

প্রধান অতিথি ছিলেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম।

মানববন্ধনে অংশ নেন খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহমেদ কবীর, বাংলাদেশ কম্পিউটার সমিতির খুলনা শাখার চেয়ারম্যান সৈয়দ মোকসুদুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদ আকবার টুটুল, সমিতির নেতা মোস্তাফিজুর রহমান রিহিন, আজিজ হোসেন সুমুন, আসাফুদ্দৌলা সাগর, সামসুল আরেফিন, মুরাদ, খুলনা চেম্বারের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, মাসুদ, হেলাল, জিয়া ও রিংকুসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬

এমআরএম/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।