ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহ ব্রান্ডিং বিষয়ক কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬, ডিসেম্বর ৮, ২০১৬
ঝিনাইদহ ব্রান্ডিং বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ ব্রান্ডিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ: ঝিনাইদহ ব্রান্ডিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্ষন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন-মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।

বিশেষ অতিথি ছিলেন-প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু-আই প্রোগ্রামের যুগ্ম-সচিব ড. আব্দুল মান্নান ও উপসচিব মামুনুর রশীদ।

এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ব্যবসায়ী, সাংবাদিক এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলার মিষ্টি পান, পেয়ারা, কলাকে ব্রান্ডিং করা যেতে পারে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।