ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

আটপাড়ায় মুক্ত দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৫, ডিসেম্বর ৮, ২০১৬
আটপাড়ায় মুক্ত দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্ত দিবস পালিত হয়েছে।

নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়া উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্ত দিবস পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, জেলা আওয়ামী লীগের সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার নুরুল আমিন, উপজেলা কমান্ডার আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ্ মোস্তাফা আলমগীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাস প্রমুখ।

১৯৭১ সালের ৮ ডিসেম্বর স্বাধীনতা সংগ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ী যুদ্ধে মুক্ত হয় নেত্রকোনার আটপাড়া উপজেলা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।