ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

শেষ মুহ‍ূর্তের প্রচারণায় ট্রাক চালক ইউনিয়নের সদস্যরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৩, ডিসেম্বর ৮, ২০১৬
শেষ মুহ‍ূর্তের প্রচারণায় ট্রাক চালক ইউনিয়নের সদস্যরা

আর মাত্র কয়েক ঘণ্টা পর বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৬। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্তু নেতাকর্মীরা। নিঃশ্বাস নেওয়ার ফুসরত নেই তাদের। ছুটছেন ভোটারদের কাছে।

সাভার (ঢাকা): আর মাত্র কয়েক ঘণ্টা পর বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৬। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্তু নেতাকর্মীরা।

নিঃশ্বাস নেওয়ার ফুসরত নেই তাদের। ছুটছেন ভোটারদের কাছে।

২৫টি পদের জন্য মোট ৫৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। ইতোমধ্যেই ক্যাশিয়ার পদে একজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে লড়ছেন ৩ জন। বাংলাদেশে ইউনিয়নের মোট ৬২ হাজার সদস্য রয়েছে বলে জানান প্রার্থীরা।

এছাড়াও সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিন্দ্বিতা করছেন ২ জন। ট্রাক প্রতীক নিয়ে মিল্লাত হোসেন মিল্লাত এবং ছাতা প্রতীক নিয়ে রয়েছেন আহম্মদ আলী ।

শুক্রবার (০৯ ডিসেম্বর) ঢাকার কলাবাগান মাঠে ভোটগ্রহন করা হবে। সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘন্টা, ০৮ ডিসেম্বর ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।