ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

কালিয়াকৈরে বাস চাপায় ২ স্কুল ছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৫, ডিসেম্বর ৪, ২০১৬
কালিয়াকৈরে বাস চাপায় ২ স্কুল ছাত্র নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর হিজলতলী এলাকায় বাস চাপায় ৭ম শ্রেণির দুই স্কুল ছাত্র নিহত হয়েছে।

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর হিজলতলী এলাকায় বাস চাপায় ৭ম শ্রেণির দুই স্কুল ছাত্র নিহত হয়েছে।

 

নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার টানসূত্রাপুর এলাকায় আমছের আলীর ছেলে নাহিদ হোসেন (১৩) এবং লক্ষণ সরকারের ছেলে রতন সরকার (১৩)।

 

এতে গৌরাঙ্গ ও মো. ইমন নামে দুই শিক্ষার্থী আহত হয়েছে। হতাহতরা সবাই কালিয়াকৈর গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

রোববার (০৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর হিজলতলী এলাকায় রিকশাযোগে চার শিক্ষার্থী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এসময় একটি বাস ওই রিকশাকে চাপা দেয়। এতে ওই দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। আহত হয় অপর দুই শিক্ষার্থী।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬/আপডেট: ১৬০৬ ঘণ্টা
আরএস/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।