ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

খুলনায় সাংবাদিকদের অবস্থান ধর্মঘট

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৩, ডিসেম্বর ৪, ২০১৬
খুলনায় সাংবাদিকদের অবস্থান ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে খুলনায় অবস্থান ধর্মঘট পালন করছেন সাংবাদিকরা।

খুলনা: নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে খুলনায় অবস্থান ধর্মঘট পালন করছেন সাংবাদিকরা।

রোববার (০৪ ডিসেম্বর) বেলা ১১টা থেকে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) উদ্যোগে খুলনা প্রেসক্লাব চত্বরে এ ধর্মঘট পালিত হচ্ছে।

চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ডাকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অবস্থান ধর্মঘট পালন করছেন সাংবাদিকরা।

অবস্থান ধর্মঘটের সমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে)  সভাপতি এস এম জাহিদ হোসেন। উপস্থিত রয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও কর্মরত সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এমআরএম/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।