ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

গুইমারায় পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩১, ডিসেম্বর ২, ২০১৬
গুইমারায় পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির গুইমারায় ঐতিহাসিক পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি উদযাপন হচ্ছে।

খাগড়াছড়ি: নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির গুইমারায় ঐতিহাসিক পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি উদযাপন হচ্ছে।

শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে গুইমারা কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সেনা মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন- গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মো. জিল্লুর রহমান, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম মশিউর রহমান, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেদাক মারমা প্রমুখ।

সন্ধ্যায় বর্ষপূর্তি উপলক্ষে কনসার্ট অনুষ্ঠিত হবে বলেও জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।