ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

গাজীপুরে তুরাগ থেকে শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২২, ডিসেম্বর ১, ২০১৬
গাজীপুরে তুরাগ থেকে শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের ইছরকান্দি এলাকায় তুরাগ নদ থেকে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি। 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ইছরকান্দি এলাকায় তুরাগ নদ থেকে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি।

 

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ জানান, গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ডের ইছরকান্দি এলাকায় তুরাগ নদে ওই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।  

পরে দুপুর দেড়টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।