ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

পঞ্চগড়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৬, ডিসেম্বর ১, ২০১৬
পঞ্চগড়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

পঞ্চগড়: পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে ব্যাটালিয়ন চত্বরে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান ৪১ পাউন্ড ওজনের কেক কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ।

এ সময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মোহাম্মদ লিয়াকত আলী, পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার (এসপি) মো. গিয়াস উদ্দিন আহাম্মেদ, ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস, ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জি এম সারোয়ার, ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. ইমাম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
১৮ বিজিবি ব্যাটালিয়নের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, জাতীয় ও প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলন, গার্ড অব অনার প্রদান, কেক কাটা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।