ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

ফেনী জেলা পরিষদ নির্বাচনে মনোয়নয়নপত্র জমা দিলেন আজিজ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২০, ডিসেম্বর ১, ২০১৬
ফেনী জেলা পরিষদ নির্বাচনে মনোয়নয়নপত্র জমা দিলেন আজিজ  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আসন্ন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ী লীগের মনোনীত প্রার্থী প্রবীন রাজনীতিক আজিজ আহম্মদ চৌধুরী।  

ফেনী: আসন্ন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ী লীগের মনোনীত প্রার্থী প্রবীন রাজনীতিক আজিজ আহম্মদ চৌধুরী।  

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ আমিন উল আহসানের কাছে তিনি মনোনয়নপত্র জামা দেন।

এসময় উপস্থিত ছিলেন- পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম, ছনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করিমুল্লাহ বিকম, ফাজিলপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল হক রিপন, মোটবী ইউনিয়ন চেয়ারম্যান হারুনুর রশীদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীল, ফেনী থিয়েটারের প্রধান সমন্বয়ক ও জেলা আইনজীবী নেতা রাশেদ মাজহার প্রমুখ।  

আজিজ আহম্মদ চৌধুরী বাংলানিউজকে বলেন, বিগত দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ দিয়েছিলেন জেলা পরিষদের মাধ্যমে ফেনীর মানুষের সেবা করার, এবারও তিনি দল থেকে মনোনয়ন দিয়েছেন ভোটাররা ভোট দিলে সাধ্যমত সেবা করে যাব।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।