ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

বরগুনায় সুধী সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৮, ডিসেম্বর ১, ২০১৬
বরগুনায় সুধী সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসানের আগমন উপলক্ষে বরগুনায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা: বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসানের আগমন উপলক্ষে বরগুনায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ লাইন্স ড্রিলসেড হলরুমে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার বিজয় বসাক।

সেখানে বিশেষ অতিথি ছিলেন- বরগুনা জেলা প্রশাসক ড. মোহাম্মদ বশিরুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল আলিম হিমু, সরকারি কলেজে প্রফেসর আবুল কালাম আজাদ, সরকারি মহিলা কলেজের প্রফেসর আবদুস সালাম, জাগোনারী নির্বাহী প্রধান হোসনেআরা হাসি, এনজিও ফোরামের সভাপতি মোতালেব মৃধা প্রমুখ।

এছাড়াও সমাবেশে বরগুনার সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউপি সদস্য, পুলিশিং কমিটির সব সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা নির্মূলে আমরা যথেষ্ট সজাগ রয়েছি। পাশাপাশি আপনাদের সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।