ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

নাসিক নির্বাচনে বিএনপির মিডিয়া সেলের কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৭, নভেম্বর ২৯, ২০১৬
নাসিক নির্বাচনে বিএনপির মিডিয়া সেলের কার্যক্রম শুরু

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে মিডিয়া সেল খোলা হয়েছে।

নারায়ণগঞ্জ: আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে মিডিয়া সেল খোলা হয়েছে। মিডিয়া সেলের পক্ষ থেকে নির্বাচনী সব তথ্য জানানো হবে।

সেলের প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে।

মিডিয়া সেল থেকে গণমাধ্যমকর্মীদের প্রতিদিনের কর্মসূচির পাশাপাশি সাখাওয়াত হোসেন খানের নির্বাচন সম্পর্কিত বিবৃতি পাঠানো হবে।

এ বিষয়ে মিডিয়া সেলের সমন্বয়কের দায়িত্ব পাওয়া মাসুকুল ইসলাম রাজীব বলেন, নির্বাচন সুষ্ঠু করতে অনেকগুলো সংস্থার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান যদি নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করেন তবে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬

এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।