ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

দুর্গাপুরে ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৫, নভেম্বর ২৮, ২০১৬
দুর্গাপুরে ২ মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনার দুর্গাপুরে ১৩৭ বোতল ফেনসিডিল ও ৬১ বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে ১৩৭ বোতল ফেনসিডিল ও ৬১ বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) ভোরে উপজেলার শিবগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটক দু’জন হলেন- উপজেলার শিবগঞ্জের গৌতম ব্রাহ্মণের ছেলে বাপ্পি ব্রাহ্মণ (২৫) ও আব্দুর রাশিদের স্ত্রী শিল্পী আকতার (৩৭)।

নেত্রকোনা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ছানোয়ার হোছাইন বাংলানিউজকে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবগঞ্জে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।