ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

রাঙামাটিতে পুলিশের মাসিক কল্যাণ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৭, নভেম্বর ২৮, ২০১৬
রাঙামাটিতে পুলিশের মাসিক কল্যাণ সভা

রাঙামাটিতে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি: রাঙামাটিতে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) সকালে পুলিশ লাইনসে এ সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানের সভাপতিত্বে ও  সহকারী পুলিশ সুপার (এএসপি সদর সার্কেল) মোহাম্মদ মাহবুব-উন-নবীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, (এএসপি কাপ্তাই র্সাকেল) মো. আসলাম ইকবাল, ডিআইও (১) মো. ইসমাইল হোসেন, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলীসহ সব থানার ওসি ও পুলিশ সদস্যরা।

সভায় পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।