ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

ধুনটে ধান উড়ানো মেশিনের আঘাতে নারীর মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৭, নভেম্বর ২৮, ২০১৬
ধুনটে ধান উড়ানো মেশিনের আঘাতে নারীর মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় রোপা আমন ধানের ধূলা-বালু ও ময়লা পরিষ্কার করার মেশিনের আঘাতে শেফলি খাতুন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় রোপা আমন ধানের ধূলা-বালু ও ময়লা পরিষ্কার করার মেশিনের আঘাতে শেফলি খাতুন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শেফালি খাতুন উপজেলার চৌকিবাড়ি গ্রামের মৃত আমির হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, চৌকিবাড়ি গ্রামের ছোহরাব আলীর বাড়িতে দৈনিক চুক্তিতে রোপা আমন ধান পরিচর্যার কাজ নেন শেফালি খাতুন। সোমবার সকালে শ্যালো মেশিন চালিত ফ্যানের সাহায্যে ধানের ধূলা-বালু ও ময়লা পরিষ্কার করছিলেন শেফালি। অসাবধানতাবসত ফ্যানের পাখার আঘাতে তার পেট কেটে যায়। এতে ঘটনাস্থলেই শেফালির মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, এ ঘটনায় ধুনট থানায় একটি অস্বাভাবিক (ইউডি) মৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।