ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

পঞ্চগড়ে অতিথি পাখি সংরক্ষণের দায়ে ১ ব্যক্তির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, নভেম্বর ২৭, ২০১৬
পঞ্চগড়ে অতিথি পাখি সংরক্ষণের দায়ে ১ ব্যক্তির কারাদণ্ড

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামার ইউনিয়নের মীরগড় এলাকায় অতিথি পাখি শিকার করে বাড়িতে সংরক্ষণের দায়ে আলাউদ্দীন (৪৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামার ইউনিয়নের মীরগড় এলাকায় অতিথি পাখি শিকার করে বাড়িতে সংরক্ষণের দায়ে আলাউদ্দীন (৪৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আলাউদ্দীন ওই এলাকার মৃত আজগর আলীর ছেলে।

রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার অনিমেশ বিশ্বাস এ দণ্ডাদেশ দেন।

পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক (এসআই) মোকাদ্দেস আলী বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে পাখি শিকার করে বাড়িতে সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন আলাউদ্দীন। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বন বিভাগের একটি প্রতিনিধি দল তার বাড়িতে অভিযান চালায়। এসময় বিভিন্ন প্রজাতির ৫টি অতিথি পাখিসহ তাকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক এ দণ্ডাদেশ দেন।

উদ্ধার হওয়া পাখিগুলো বনবিভাগের মাধ্যমে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আরবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।