ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

নালিতাবাড়ীতে মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, নভেম্বর ২৭, ২০১৬
নালিতাবাড়ীতে মাদক ব্যবসায়ী আটক

শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ আমজাদ হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ আমজাদ হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পৌর শহরের আড়াই আনী বাজার জেলখানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আমজাদ ওই এলাকার জুলফুক্কার মণ্ডলের ছেলে।

নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জেলখানা এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ আমজাদকে আটক করা হয়।

আমজাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
আরবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।