ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

সরাইলে ভারত-বাংলাদেশ মৈত্রী কালিকচ্ছ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, নভেম্বর ২৭, ২০১৬
সরাইলে ভারত-বাংলাদেশ মৈত্রী কালিকচ্ছ সম্মেলন

আগামী ১ ও ২ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-বাংলাদেশ মৈত্রী কালিকচ্ছ সম্মেলন।

ব্রাহ্মণবাড়িয়া: আগামী ১ ও ২ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-বাংলাদেশ মৈত্রী কালিকচ্ছ সম্মেলন।

কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় দু’দিনব্যাপী সম্মেলনে অংশ নেবেন ইউনিয়নের অধিবাসী এবং জেলার বাইরে ও প্রতিবেশী দেশ ভারতে যারা স্থায়ীভাবে বসবাস করছেন।



ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনের সংসদ সদস্য ও সম্মেলনের আহ্বায়ক জিয়াউল হক মৃধা রোববার (২৭ নভেম্বর) দুপুরে সরাইল ডিগ্রি কলেজে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

ভারত-বাংলাদেশ মৈত্রী কালিকচ্ছ সম্মেলনের উদ্বোধন করবেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।

সভাপতিত্ব করবেন জিয়াউল হক মৃধা। প্রধান আলোচক হিসেবে থাকবেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী, ভারতীয় লোকসভার সদস্য জিতেন্দ্র চৌধুরী, শংকর প্রসাদ দত্ত, ঝর্ণা দাস বৈদ্য প্রমুখ।

কলকাতায় ২০০৯ সালে প্রথম, ২০১০ সালে ত্রিপুরার খয়েরপুরে দ্বিতীয়, ২০১১ সালে সরাইলের কালিকচ্ছ গ্রামে তৃতীয় এবং ২০১৫ সালে ফের ত্রিপুরার খয়েরপুরে চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এদিন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম, সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ূব খান, সাধারণ সম্পাদক বদর উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।