ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

নগরকান্দায় বাস চাপায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, নভেম্বর ২৭, ২০১৬
নগরকান্দায় বাস চাপায় বৃদ্ধা নিহত

ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় ফুলজান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২৭ নভেম্বর) বিকাল চারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ডাঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় ফুলজান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২৭ নভেম্বর) বিকাল চারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ডাঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফুলজান বেগম সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামের দলিল উদ্দিন সরদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামাই বাড়িতে বেড়াতে আসা ফুলজান বেগম রাস্তা পারপারের সময় বরিশালগামী ঈগল পরিবহনের একটি বাস  চাপা দিলে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ উদ্দিন জানান, গাড়িটিকে জব্দ করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।