ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

বাঘাইছড়িতে ইউপিডিএফ-জেএসএস গুলি বিনিময়ে গুলিবিদ্ধ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, নভেম্বর ২৭, ২০১৬
বাঘাইছড়িতে ইউপিডিএফ-জেএসএস গুলি বিনিময়ে গুলিবিদ্ধ ১

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দোপাতা ছড়ার সীমানা ছড়ি এলাকায় ইউপিডিএফ-জেএসএস (এমএন লারমা) গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে।

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দোপাতা ছড়ার সীমানা ছড়ি এলাকায় ইউপিডিএফ-জেএসএস (এমএন লারমা) গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে।

রোববার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেএসএস (এমএন লারমা) গ্রুপের কালাবরণ চাকমার (৩০) বাড়ি বাঘাইহাট ইউনিয়নের রেডকাটা ছড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ইউপিডিএফ’র গ্রুপের সদস্যরা জেএসএস’র গ্রুপের সদস্যদের ওপর হামলা চালায়। এসময় জেএসএস’র গ্রুপ পাল্টা হামলা চালাতে গেলে কালাবরণ চাকমা নামে একজন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলে বাঘাইহাট জোনের সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে উভয়পক্ষ পালিয়ে যায়।

এদিকে, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দীন জানান, উভয়পক্ষের গুলি বিনিময়ে একজন আহত হয়েছেন। তবে কোন পক্ষ এ ব্যাপারে থানায় অভিযোগ করেননি।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।