ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

ধনবাড়ীতে ৬ জনের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, নভেম্বর ২৭, ২০১৬
ধনবাড়ীতে ৬ জনের কারাদণ্ড

টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদক ব্যবসা ও সেবনের দায়ে ছয় ব্যক্তিকে করাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদক ব্যবসা ও সেবনের দায়ে ছয় ব্যক্তিকে করাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামছুন নাহার স্বপ্না এ আদেশ দেন।

 

সাজার আদেশপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার কেন্দুয়া গ্রামের সোহেল রানা (২৮), মুশুদ্দি পশ্চিমপাড়া গ্রামের গোলাম রাব্বানী (২৬), হারুন মিয়া (৩০), বন্দটাকুরিয়া গ্রামের আশিকুর রহমান আবীর (২৬), বলিভন্দ্র গ্রামের মো. ফারুকুল ইসলাম (৩৫) ও যদুনাথপুর বাড়ইপাড়া গ্রামের মো. সেজনু মিয়া (৩০)।

ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বাংলানিউজকে জানান, শনিবার (২৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রোববার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের করাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।