ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

মঠবাড়িয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৩, নভেম্বর ২৭, ২০১৬
মঠবাড়িয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তাছলিমা (২৮) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী মানিক আকনকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তাছলিমা (২৮) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী মানিক আকনকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া স্ত্রীকে হত্যার পর মরদেহ গোপন করার অপরাধে তাকে আরো ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মানিক আকন মঠবাড়িয়া উপজেলার পাচশতকুড়া গ্রামের মৃত আব্দুল কাদের আকনের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২৫ জুলাই ভোরে মানিক তার স্ত্রীকে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান উপজেলার পাঁচশতকুড়া হলতা খালে। এরপর তিনি একা বাড়ি ফিরে জানান স্ত্রী মাছ নিয়ে পাশের বাজারে গেছেন। পরে বিকেলে স্ত্রীকে খোঁজার কথা বাড়ি থেকে পালিয়ে যান মানিক।

পরদিন দুপুরে হলতা খালে তাছলিমার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পরে দুপুরে ওই ঘটনায় তাছলিমার ভাই থানায় হত্যা মামলা দায়ের করেন। একই বছর ২৫ সেপ্টেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার মামলার এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।