ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

রংপুরে ১০ টাকার চাল কালোবাজারে, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, নভেম্বর ২৬, ২০১৬
রংপুরে ১০ টাকার চাল কালোবাজারে, আটক ১

জেলার দুই উপজেলায় ১০ টাকা কেজির সরকারি চাল কালোবাজারে বিক্রির সময় এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রংপুর: জেলার দুই উপজেলায় ১০ টাকা কেজির সরকারি চাল কালোবাজারে বিক্রির সময় এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (২৬ নভেম্বর) রাতে রংপুরের দুই উপজেলায় অভিযান চালায় পুলিশ।

রংপুরের তারাগঞ্জ উপজেলার হারিয়ারকুটি ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বাজারে বিক্রির সময় ময়েজ উদ্দিন নামে এক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। রাতে এ চাল বাজারে বিক্রি করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়ীকে পাঁচবস্তা চালসহ আটক করা হয়।

এছাড়া পীরগঞ্জ উপজেলার চত্রিকুল ইউনিয়নের বাবু নামে এক ব্যবসায়ীর দোকান থেকে ১০ টাকা কেজির ১১শ ৮০ কেজি চাল উদ্ধার করেন উপজেলা খাদ্য কর্মকর্তা শহিদুল ইসলাম।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বাংলানিউজকে জানান, দশ টাকা কেজির পাঁচবস্তা চাল বাজারে বিক্রি করার সময় ওই ব্যবসায়ীকে আটক করা হয়। ময়েজ উদ্দিনের নামে সরকারি চাল আত্মসাতের অভিযোগে উপজেলা খাদ্য কর্মকর্তা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।