ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

মিরসরাই ছাত্রলীগের সভাপতি রাসেল, সম্পাদক ফরহাদ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, নভেম্বর ২৬, ২০১৬
মিরসরাই ছাত্রলীগের সভাপতি রাসেল, সম্পাদক ফরহাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রলীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে রাসেল ইকবাল চৌধুরী ও সম্পাদক পদে ফরহাদ হোসেন নির্বাচিত হয়েছেন।

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রলীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে রাসেল ইকবাল চৌধুরী ও সম্পাদক পদে ফরহাদ হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সোহেলের সঞ্চালনায় সম্মেলন সভাপতিত্ব করেন- উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও উত্তরজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাইনুর ইসলাম রানা।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-বখতিয়ার সাইদ ইরান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি শেখ আতাউর রহমান, উত্তর জেলা ছাত্রলীগের সম্পাদক আবু তৈয়ব, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এনটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।