ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

যশোরে যুবককে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, নভেম্বর ২৬, ২০১৬
যশোরে যুবককে গুলি করে হত্যা

যশোরে সুমন বিশ্বাস (২০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

যশোর: যশোরে সুমন বিশ্বাস (২০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের পশ্চিম বারান্দিপাড়া-কদমতলা এলাকায় তাকে গুলি করা হয়।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমন বিশ্বাস বারান্দিপাড়া-কদমতলা এলাকার হানিফ বিশ্বাসের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, নিহত সুমনের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। প্রতিপক্ষ তাকে হত্যা করতে পারে।

এদিকে, নিহতের ভাই শুভ বিশ্বাসের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে সন্ধ্যায় স্থানীয় রাব্বি, সজল ও পলাশসহ কয়েকজন সুমনকে গুলি করে হত্যা করেছে। আগেও তারা সুমনের ওপর কয়েকবার হামলা করেছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
ইউজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।