ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

কাপ্তাই হ্রদে ডুবে মাঝির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, নভেম্বর ২৬, ২০১৬
কাপ্তাই হ্রদে ডুবে মাঝির মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকা থেকে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে সুকুমার বড়ুয়া (৪০) নামে এক মাঝির।

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকা থেকে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে সুকুমার বড়ুয়া (৪০) নামে এক মাঝির।

 

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের শরীয়তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সুকুমার মাঝি নৌকা নিয়ে শরীয়তপুর থেকে সমতা ঘাটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি নৌকা থেকে হ্রদে পরে ডুবে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর বিকেলে তার মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) লিমন বোস বাংলানিউজকে জানান, বিষয়টি স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।