ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

‘বিশ্বে বাংলাদেশ একটি মর্যাদাশীল দেশ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, নভেম্বর ২৬, ২০১৬
‘বিশ্বে বাংলাদেশ একটি মর্যাদাশীল দেশ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিশ্বে বাংলাদেশ একটি মর্যাদাশীল দেশ হিসেবে পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিশ্বে বাংলাদেশ একটি মর্যাদাশীল দেশ হিসেবে পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

 

 
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে ভোলায় প্রিয় গ্রুপ আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের ১৭তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘ভোলা-বরিশাল সেতুর কাজ হলেই সারাদেশের সঙ্গে ভোলার যোগাযোগ অনেক সহজ হয়ে যাবে। এছাড়া জেলার নদীভাঙন রোধকল্পে সরকার দেড় হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ’

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ও জেলা প্রশাসক ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন।

তালহা তালুকদার বাঁধনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি এএইচ আসলাম সানী, জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, মক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, অর্গানাইজার কমিটির চেয়ারম্যান মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

উদ্বোধনী খেলায় ভোলা ৩-০ পয়েন্টে রংপুরকে এবং  দিনাজপুর ৩-০ পয়েন্টে খুলনাকে পরাজিত করে। প্রতিযোগিতায় মোট ১৮টি দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।