ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

নাটোরে পিকআপের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৫, নভেম্বর ২৬, ২০১৬
নাটোরে পিকআপের ধাক্কায় পথচারী নিহত

নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপভ্যানের ধাক্কায় খায়রুন নেছা (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

নাটোর: নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপভ্যানের ধাক্কায় খায়রুন নেছা (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) সকালে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খায়রুন নেছা চাঁদপুর কুরুয়া পাড়া গ্রামের মৃত হুসেন আলীর স্ত্রী।

নাটোর হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট  হামিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ওই বৃদ্ধা মহিলা চাঁদপুর ইক্ষু ক্রয় কেন্দ্র থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।