ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৮, নভেম্বর ২৬, ২০১৬
ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় শনিবার সকালে ৯০ বছর বয়সী এই বিপ্লবী নেতার মৃত্যু হয়।

 

মৃত্যু সংবাদ জানার পরপরই বঙ্গভবনের এক শোকবার্তায় বলা হয়, ‘ফিদেল কাস্ত্রোর মৃত্যু বিশ্ব রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথা বিশ্ববাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিউবার এই কিংবদন্তী নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, শোকবার্তায় প্রধানমন্ত্রী ফিদেল কাস্ত্রোর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।  

বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন কিউবার এই কমিউনিস্ট নেতা। তার বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিলো ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।  

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ই শোকবার্তায় কিউবার জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।