ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জ শহর পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৮, নভেম্বর ২৬, ২০১৬
গোপালগঞ্জ শহর পরিচ্ছন্নতা অভিযান শুরু ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিটু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী অবিনাশ সরকার, পৌরসভার সচিব কে জি মাহমুদ প্রমুখ।

পরে অতিথিরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করে কার্যক্রমের সূচনা করেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।