ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

লালবাগে ট্রাকভর্তি ফেনসিডিলসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৯, নভেম্বর ২৬, ২০১৬
লালবাগে ট্রাকভর্তি ফেনসিডিলসহ আটক ২

রাজধানীর লালবাগের ছাতা মসজিদ এলাকা থেকে ট্রাকভর্তি ফেনসিডিলসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

ঢাকা: রাজধানীর লালবাগের ছাতা মসজিদ এলাকা থেকে ট্রাকভর্তি ফেনসিডিলসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, ভোরে ওই এলাকায় ভূষি ভর্তি একটি ট্রাক আটক করা হয়। সন্দেহ হলে ট্রাকটিতে তল্লাশি চালালে বস্তাভর্তি ফেনসিডিল পাওয়া যায়। তবে ফেনসিডিলের পরিমাণ এখানো জানা যায়নি।

ট্রাক চালক ও হেলপারসহ ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা এলে ফেনসিডিলগুলো গণনা করা হবে।

বাংলাদেশ সময়: ০৬৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।