ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

জেলা পরিষদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিলো আ’লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, নভেম্বর ২৫, ২০১৬
জেলা পরিষদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিলো আ’লীগ

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দেশের ৬১ জেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা করা হয়েছে।

ঢাকা: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দেশের ৬১ জেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা করা হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়‍ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক সূত্র বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেছে। সূত্র বলছে, দলীয় এবং বিভিন্ন সংস্থার দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা করেছে আওয়ামী লীগ।

এ বিষয়ে রাতে ব্রিফিং করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এমইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।