ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, নভেম্বর ২৫, ২০১৬
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সালাউদ্দিন আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

ঢাকা: রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সালাউদ্দিন আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

 

শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ওসমান গণির ছেলে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) রাসেদ রানা ‍বাংলানিউজকে জানান, রাতে মহাখালী রেলক্রসিংয়ে কমলাপুর থেকে দিনাজপুরগামী দ্রুতযান ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সালাউদ্দিনের মৃত্যু হয়। পরে তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়।

সালাউদ্দিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এজেডএস/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।