ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, নভেম্বর ২৫, ২০১৬
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মিজানুর রহমানের (৩৫) মৃত্যু হয়েছে।

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মিজানুর রহমানের (৩৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর)  বিকেলে উপজেলার চৌমুহনী বাজার এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর জেলার শেরপুর সদর উপজেলার মোকছেদপুর গ্রামের আজগর আলীর ছেলে।

পল্লী বিদ্যুৎ সমিতির দুপচাঁচিয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুর রহিম বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাইনম্যান মিজানুর রহমান বিকেলে উপ-কেন্দ্রে বন্ধ থাকা একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের কাজ করছিলেন।

এ সময় বন্ধ লাইনে হঠাৎ বিদ্যুৎ সঞ্চালন হলে গুরুতর আহত হন তিনি।  
আশঙ্কাজনক অবস্থায় ‍তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম জানান, কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।    

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা,  নভেম্বর ২৫, ২০১৬
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।