ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, নভেম্বর ২৫, ২০১৬
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

 

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা উপপরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রশিদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

নির্বাচনে আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৫টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয়লাভ করেছে। অপর দুটি পদে  বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী বিজয়ী হয়েছেন।

এর আগে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ হয়। এতে ১৬৮ জন ভোটারের মধ্যে ১৬৬ জন ভোট দেন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচিতরা হলেন, সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি শাহজাহান আলী ও মামুন আখতার, সাধারণ সম্পাদক মো. শামশুজ্জোহা, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হক, কাইজার হোসেন জোয়ার্দ্দার, সদস্য নাসির উদ্দিন (৩), আনারুল হক, সুজা উদ্দীন, শামসুল আরেফীনম আবু তালেব, নাসিম উদ্দীন ও আবু তালেব বিশ্বাস।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সদস্য পদে নির্বাচিতরা হলেন- মাসুদ পারভেজ রাসেল ও শাহ জামাল।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।