ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়েছে বাড়ি-দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, নভেম্বর ২৫, ২০১৬
ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়েছে বাড়ি-দোকান

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামের পোকাতি বাজারে আগুনে ছয়টি দোকান ও একটি বাড়ি পুড়ে গেছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামের পোকাতি বাজারে আগুনে ছয়টি দোকান ও একটি বাড়ি পুড়ে গেছে।

 

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তোহিদুল ইসলাম জানান, বাজারের পাশে লাইলী বেগমের বাড়িতে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে  তা বিদ্যুত লাইনসহ মুহূর্তেই বাজারের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

এতে বাজারের বাবু, আনসারুল, সোহরাব, শাহিন, জাহিদ ও খালেকুরের দোকানসহ লাইলী বেগমের বাড়ি‍ পুড়ে যায়।

এক পর্যায়ে স্থানীয় পল্লী বিদ্যু‍ৎ কার্যালয়ে ফোন করে বিদ্যুৎ লাইন বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
বিএসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।