ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান ডেপুটি স্পিকারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, নভেম্বর ২৫, ২০১৬
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান ডেপুটি স্পিকারের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে দৈনিক জনতার আদালত...

ঢাকা: সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে দৈনিক জনতার আদালত পত্রিকার ৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের সাংবাদিকদের এ আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, আপনারা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরবেন। বস্তুনিষ্ঠ সংবাদ দেশের অগ্রগতিতে ভূমিকা রাখে।

এ সময় উত্তরোত্তর সাফল্য কামনা করে বৃহৎ পরিসরে পত্রিকাটি সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার শাসমুল হক রেজা।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
আরএটি/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।