ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

গাংনীর আজিজুল হক স্মৃতি ক্লাবের বর্ষপূর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, নভেম্বর ২৫, ২০১৬
গাংনীর আজিজুল হক স্মৃতি ক্লাবের বর্ষপূর্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে শহীদ মুক্তিযোদ্ধা আজিজুল হক স্মৃতি ক্লাবের ৩৪তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে শহীদ মুক্তিযোদ্ধা আজিজুল হক স্মৃতি ক্লাবের ৩৪তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

 

এ উপলক্ষে শুক্রবার (২৫ নভেম্বর ) বিকেলে হিন্দা বালিকা বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ক্লাবের উপদেষ্টা ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলতাফ হোসেন। সঞ্চালনা করেন নাহিদ আজিম রাব্বী ও আব্দুস সালাম।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মকবুল হোসেন এবং
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ-উজ-জামান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, মুক্তিযুদ্ধের শহিদ স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ইয়াছিন রেজা, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুজ্জামান শিপু, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তোহিদুল ইসলাম তোহিদ, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, শহীদ আজিজুল হকের ভাই মুক্তিযোদ্ধা আমির হোসেন, তেতুলবাড়ীয়ার সাবেক ইউপি সদস্য জয়েনউদ্দীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।