ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস ফুটপাতে, নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, নভেম্বর ২৫, ২০১৬
যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস ফুটপাতে, নিহত ২

রাজধানীর যাত্রবাড়ীর ধলপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়ার ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

ঢাকা: রাজধানীর যাত্রবাড়ীর ধলপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়ার ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

এরা হলেন, স্থানীয় দোকানদার মিন্টু (৪০) ও অপু (২০)।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী পথচারী রুবেল জানান, যাত্রীবাহী তুরাগ পরিবহনের ওই বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়্ এসময় বেশ কয়েকজন আহত হয়।  

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, বাস দুর্ঘটনায় আহত দু'জনকে ঢামেকে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। এ ঘটানায় ২জন মারা যাওয়ার খবর শুনেছি। তবে আরও কয়জন আহত রয়েছেন তা এখন বলা যাচ্ছে না।

বাংলাদেম সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।