ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

বেনাপোলে কোটি টাকার রক্ত চন্দন কাঠ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, নভেম্বর ২৫, ২০১৬
বেনাপোলে কোটি টাকার রক্ত চন্দন কাঠ জব্দ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল-যশোর মহাসড়কের আমড়াখালী  চেকপোস্ট থেকে কোটি টাকারও বেশি মূল্যেল রক্ত চন্দন কাঠ ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বেনাপোল (যশোর): বেনাপোল-যশোর মহাসড়কের আমড়াখালী  চেকপোস্ট থেকে কোটি টাকারও বেশি মূল্যেল রক্ত চন্দন কাঠ ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৫ নভেম্বর) ভোরে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে করে ২৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব পণ্য জব্দ করেন।

তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ১ কোটি ১৮লাখ ৭৭ হাজার ৫০০ টাকা মূল্যের ২৩৭ কেজি ভারতীয় রক্ত চন্দন কাঠ, ১৯ লাখ ৭৩ হাজার ৯২০ টাকা মূল্যের ১৮৯ কেজি ভারতীয় কনডম এবং ১ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ২৫০টি সার্জিকেল পণ্য।

 
২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত পণ্য পরে কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এজেডএইচ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।