ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

শাহজালালে ১২ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২০, নভেম্বর ২৫, ২০১৬
শাহজালালে ১২ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ২৮ হাজার ৮শ’ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

ঢাকা: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ২৮ হাজার ৮শ’ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

১৪৪ টি কার্টনে পাওয়া এসব সিগারেটের বাজারমূল্য আনুমানিক ১২ লাখ টাকা।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড গোডাউনে অভিযান চালিয়ে সিগারেটগুলো জব্দ করা হয়।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি বলেন, অভিযানে দুইটি ব্যাগ থেকে সিগারেটগুলো উদ্ধার করা হয়। এ বিষয়ে শুল্ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
পিএম/জিপি/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।